Logo
×

Follow Us

শিক্ষা

মাধ্যমিক স্কুল-কলেজে ঈদের ছুটি ১৫ দিন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২২, ১৯:৩৬

মাধ্যমিক স্কুল-কলেজে ঈদের ছুটি ১৫ দিন

শিক্ষা মন্ত্রণালয়

গ্রীষ্মকালীন ছুটি ও কোরবানি ঈদ উপলক্ষে আগামী ৩ জুলাই থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটি শেষে ১৯ জুলাই থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদুল আজহা উপলক্ষে আগেই এ ছুটি পূর্বনির্ধারিত ছিল।

এদিকে আগামী মঙ্গলবার (২৮ জুন) থেকে দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আযহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ১৬ জুলাই পর্যন্ত শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের সুবিধার্থে পূর্বে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে'র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয়পূর্বক নির্ধারণ করা হলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫