Logo
×

Follow Us

শিক্ষা

ফাযিল পরীক্ষার ফল প্রকাশ

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২২, ১৭:৩৯

ফাযিল পরীক্ষার ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে এই ফলাফল জানা যাবে।

আজ মঙ্গলবার (২৮ জুন) দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

এসময় ফাজিল তৃতীয় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা ২০১৮, চতুর্থ বর্ষ পরীক্ষা ২০১৭ এবং চতুর্থ বর্ষ পরীক্ষা ২০১৮ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

জানা গেছে, ফাজিল তৃতীয় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা ২০১৮- এ অংশ নেওয়া ৩৩ জনের মধ্যে ৩৩ জন, চতুর্থ বর্ষ পরীক্ষা ২০১৭- এ অংশ নেওয়া ৬৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩৮ জন এবং চতুর্থ বর্ষ পরীক্ষা ২০১৮- এ অংশ নেওয়া ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার যথাক্রমে শতকরা ১০০, ৯৮.৩১ এবং ৯৮.৪৯ ভাগ।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫