ফেব্রুয়ারিতে প্রাথমিকে আরো ২৬ হাজার শিক্ষক নিয়োগ: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১৯:৫২

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
ফেব্রুয়ারি মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরো ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম পিটিআই চত্বরে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় শিফটের ডিপিএড কোর্সের উদ্বোধনী ও নবীন-বরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মো. জাকির হোসেন বলেন, ‘মিড ডে মিল নীতিমালা কেবিনেটে পাস হয়েছে। আমরা মুজিববর্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল দেওয়ার চিন্তা করছি। চর হাওরসহ দুর্গম এলাকায় নতুন করে আরো স্কুল করতে চাচ্ছি। এসব এলাকায় স্থানীয় শিক্ষক দেওয়ার চেষ্টা করছি।
এ সময় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক প্রশিক্ষণ মো. জোবায়দুর রহমান, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।