Logo
×

Follow Us

শিক্ষা

কুবির শেখ হাসিনা হলে হাউজ টিউটর হিসেবে নিয়োগ পেলেন যারা

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১৬:৪৪

কুবির শেখ হাসিনা হলে হাউজ টিউটর হিসেবে নিয়োগ পেলেন যারা

কুবির শেখ হাসিনা হলে নিয়োগ পাওয়া তিন হাউজ টিউটর। ছবি: কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের হাউজ টিউটর হিসেবে তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

হাউজ টিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. রাসেল মনি, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমীন এবং মার্কেটিং বিভাগের প্রভাষক নিশাত নিগার। তারা যোগদানের তারিখ থেকে আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

এর আগে ১৯ জুলাই নবনির্মিত শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাহেদুর রহমান। ৬৪টি কক্ষ বিশিষ্ট এই হলটি উদ্বোধন হবে ৩১ জুলাই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫