Logo
×

Follow Us

শিক্ষা

রাবিতে শিক্ষক লাঞ্ছনা

ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪০

ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

রাবিতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: রাবি প্রতিনিধি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ জড়িতদের বহিষ্কার ও শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্ত্বরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সকাল সাড়ে ১০টায় রাবি’র ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীরা মানবববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। কিন্তু ক্যাম্পাসে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় তা ভেস্তে যায়।

পরে তারা বৃষ্টি উপেক্ষা করেই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্ত্বরে এসে উপস্থিত হন। 

কর্মসূচিতে লিখিত বক্তব্যে ওই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন বলেন, গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে আইবিএ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের মধ্যকার একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে আইবিএ’র শিক্ষার্থীরা বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তারা আক্রমণাত্মক আচরণ শুরু করলে সেখানে আমাদের শিক্ষক অধ্যাপক মোঈজুর রহমান তাদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তারা আরো উশৃঙ্খল হয়ে আইবিএ’র শিক্ষার্থী আবু সিনহা সৌমিক আমাদের স্যারের কলার চেপে ধরে টানা-হ্যাঁচড়া শুরু করে।  

তিনি আরো বলেন, পরে আমরা স্যারকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে আমাদের ওপর হামলা চালানো হয়। এসময় আমাদের প্রথম বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থী টুটুল, জোনায়েদ, তন্ময় ও উৎপলসহ আরো অনেককে পিটিয়ে আহত করা হয়। এছাড়া মেয়েদের ওপর তারা আক্রমণ করতে গেলে কোনোভাবে আমরা সেই স্থান ত্যাগ করি।

সংবাদ সম্মেলন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিনটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো- অভিযুক্ত ছাত্রলীগ নেতা ও আইবিএ’র শিক্ষার্থী আবু সিনহাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা, ভিডিও ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত অন্যদেরকে শাস্তির আওতায় আনা এবং আন্তঃবিভাগ খেলা চলাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

প্রসঙ্গত, গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের একটি খেলায় মুখোমুখি হয় ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। এসময় রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে দুই পক্ষ হাতাহাতিতে জড়ায়। এসময় ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোইজুর রহমানের জার্সির কলার ধরে টানা-হ্যাঁচড়া করেন আইবিএ ছাত্রলীগের সভাপতি আবু সিনহা। এতে ওই শিক্ষকের জার্সিটি ছিড়ে যায়। এ ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫