Logo
×

Follow Us

শিক্ষা

পাইথন ও মেশিন লার্নিং প্রশিক্ষণ নিলো সিইউবির শিক্ষার্থীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ২১:৩০

পাইথন ও মেশিন লার্নিং প্রশিক্ষণ নিলো সিইউবির শিক্ষার্থীরা

চুয়েটে প্রশিক্ষণ নিচ্ছেন সিইউবির শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ইইই আন্তর্জাতিক কার্নিভালের অংশ হিসেবে চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইইই বিভাগের শিক্ষার্থীরা তিনদিন ব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছে।

পাইথন ও মেশিন লার্নিংয়ের উপর প্রথম দুটি সেশন আয়োজন করা হয়। চুয়েট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক অভিষেক দাস শিক্ষার্থীদের পাইথনের সাথে পরিচয় করিয়ে দেন।

পরবর্তী ধাপে পাইথনের সাথে মেশিন লার্নিংয়ের পরিচিতি এবং প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন চুয়েট ইটিই বিভাগের আরেক শিক্ষক ইফতেখার হোসেন। এ সময় সেশন সমাপ্তিতে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

আয়োজন শেষে ইইই কার্নিভালের সভাপতি অধ্যাপক ড. শাহরুখ আদনান খান, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, চুয়েটের পরিচালক অধ্যাপক ড. এম মশিউল হককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫