মানবাধিকার রক্ষা করতে গিয়ে প্রাণী অধিকার ক্ষুন্ন করা যাবে না

কুবি প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ১৩:২৫

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। ছবি: কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইন বিভাগের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস।
আজ রবিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কেটে এ দিবস পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, মানবাধিকার দিবসকে শুধু পালন করলে হবে না। ব্যক্তি ও কর্মজীবন সর্বত্র এর চর্চা করতে হবে। মানবাধিকার রক্ষা করতে গিয়ে প্রাণী অধিকার ক্ষুন্ন করা যাবে না।
উল্লেখ্য , ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে।