জবি নাট্যকলা বিভাগের নতুন চেয়ারম্যান শামস্ শাহরিয়ার

জবি প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সহকারী অধ্যাপক শামস্ শাহরিয়ার কবি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নাট্যকলা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান সহকারী অধ্যাপক শামস্ শাহরিয়ার কবিসহ বিভাগের অন্য শিক্ষকরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
নবনিযুক্ত চেয়ারম্যান সহকারী অধ্যাপক শামস্ শাহরিয়ার কবি বলেন, আমি সর্বপ্রথম বিভাগের বিভিন্ন ব্যাচের সেশনজট নিরসনে কাজ করতে চাই এবং বিভাগে যেসব অব্যবস্থাপনা রয়েছে, সেগুলো দূর করতে চাই।
উল্লেখ্য, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৫ সালে সার্জেন্ট আহাদ পুরস্কার এবং ২০০৬ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেন। ২০১৩ সালের ডিসেম্বর মাসে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে যোগ দেন।