Logo
×

Follow Us

শিক্ষা

৩৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো কারিগরি শিক্ষা বোর্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৯:০৭

৩৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত

কৃতি শিক্ষার্থীদেরকে মেধা বৃত্তি দিলো কারিগরি শিক্ষা বোর্ড।

গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) দেশের আটটি বিভাগের ৩৪০ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকায় কেন্দ্রীয় অনুষ্ঠানটি আয়োজন করা হয় কারিগরি শিক্ষা বোর্ডে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন। তিনি ঢাকা ও সিলেট বিভাগের ১০০ জন মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে মেধাবৃত্তি বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. ওমর ফারুক। সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান।

মেধাবৃত্তি হিসেবে প্রত্যেক ছাত্রছাত্রীকে পাঁচ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়। তাছাড়া এসিসিএ নামের একটি প্রতিষ্ঠান তাদের সবাইকে একটি করে গিফট হ্যাম্পার প্রদান করে।

বৃত্তির জন্য তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ১২০ জন, এসএসসি ভোকেশনালে ৮০ জন, এইচএসসি (বিএম) ৫৫ জন, দাখিল (ভোকেশনাল) ১৭ জন, ডিপ্লোমা টেক্সটাইলে ১৫ জন, এইচএসসিতে (ভোকেশনাল) ১৪ জন, ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচারে ১০ জন, বেসিক কোর্স (৩৬০ ঘণ্টা) ১০ জন, ডিপ্লোমা ফিশারিজ-ডিপ্লোমা ইন লাইফস্টোর-ডিপ্লোমা ফরেস্টি ও অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সে তিন জন করে ১২ জন, ডিপ্লোমা ইন কমার্সর ও ওয়ান ইয়ার সার্টিফিকেট কোর্সে চারজন, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড-সিএমইউ ও ডিপ্লোমা ট্যুরিজমে তিনজন ছিল।

এছাড়া বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানসহ কর্মকর্তা, বিভিন্ন পলিটেকনিকের অধ্যক্ষ, বিভিন্ন কারিগরি স্কুল ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫