Logo
×

Follow Us

শিক্ষা

জেএসসি-জেডিসির শনিবারের পরীক্ষা স্থগিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ২২:৪৭

জেএসসি-জেডিসির শনিবারের পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এর শনিবারের (৯ নভেম্বর) পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান।

জেএসসির শনিবারের স্থগিত গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, ‘জেডিসির স্থগিত গণিত পরীক্ষাটি আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, গত ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫