প্রাথমিক শিক্ষকদের জন্য ডিপিইর নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ১৯:৫৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষের বাইরে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুসারে এ নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে সব জেলা শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক যুগ্ম সচিব খালিদ আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষের বাইরে ময়লা রাখার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীরা যাতে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে তা নিশ্চিত করতে হবে।
এছাড়া চিঠিতে এ নির্দেশনা বাস্তাবায়নের জন্য সব প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দিতে জেলা শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে।
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় শ্রেণিকক্ষের বাইরে নির্দিষ্ট স্থানে শিক্ষার্থীদের ময়লা ফেলার বিষয়ে আলোচনা হয়েছে। সভায় প্রতিটি শ্রেণিকক্ষের বাইরে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছিল। প্রাথমিক শিক্ষা অধিদফতরকে এ সিদ্ধান্ত বাস্তাবায়নের নির্দেশ দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।