Logo
×

Follow Us

শিক্ষা

আবাসিক হলের শিক্ষার্থীরা ১৭ মে’র মধ্যে টিকা পাবেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ১৪:১৫

আবাসিক হলের শিক্ষার্থীরা ১৭ মে’র মধ্যে টিকা পাবেন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয় খোলার আগে আবাসিক হলের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়া হবে।

আজ মঙ্গলবার (৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, শুধু আবাসিক হল ও হোস্টেলের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে মন্ত্রণালয়। শিগগিরই টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

এদিকেে আজ মন্ত্রিসভার বৈঠক থেকে বের হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ১৭ মে’র আগে দেশের ১ লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। 

গত ২২ ফেব্রুয়ারি দুপুরে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ঈদুল ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। আবাসিক হলগুলো খুলবে ১৭ মে।

তিনি আরো বলেছিলেন, হলে ওঠার আগেই আবাসিক শিক্ষার্থীদের করোনার টিকা নিতে হবে। হল খোলার আগেই আবাসিক শিক্ষার্থী, আবাসিক হলের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকার ব্যবস্থা করা হবে। তবে কারও যদি স্বাস্থ্যগত (মেডিকেল কারণে) কারণে টিকা না নেয়ার মতো অবস্থা থাকে, তাহলে তারা হলে থাকতে পারবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫