Logo
×

Follow Us

শিক্ষা

নিয়োগ পাচ্ছেন মাধ্যমিকের ২১৫৫ শিক্ষক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ১৩:১৭

নিয়োগ পাচ্ছেন মাধ্যমিকের ২১৫৫ শিক্ষক

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়োগ পেতে যাচ্ছেন ২ হাজার ১৫৫ জন শিক্ষক। আগামী এক মাসের মধ্যে এসব শিক্ষকদের নিয়োগের সুপারিশ করবে পিএসসি। ইতোমধ্যে এসব শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন শেষ হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশ পেলে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদান শুরু হবে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগে সার্কুলার প্রকাশ করা হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হয়। দুই মাস পর নভেম্বরে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিলো। এরপর উত্তীর্ণদের ভাইভা নেয় পিএসসি। লিখিত ও ভাইভায় উত্তীর্ণ ২ হাজার ১৫৫ জনকে নিয়োগের সুপারিশ করবে পিএসসি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালক বেলাল হোসেন বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২ হাজার ১৫৫ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি, একমাসের মধ্যে নিয়োগের কাজ শেষ হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত পেলে যোগদান শুরু হবে বলেও জানান তিনি।

সর্বশেষ ২০১১ সালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিলো যার কারনে অনেক বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। বিসিএস নন ক্যাডার থেকে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাচ্ছিলো না। যারা নন ক্যাডারে নিয়োগ পেয়ে আসতেন তারাও অন্য চাকরি পেলে চলে যেতেন। যার কারনে শিক্ষক সংকট থেকেই যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫