
আগামী ১৯ মার্চ অনুষ্ঠিতব্য ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অনুষ্ঠানের জন্য স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (১৬ মার্চ) পিএসসি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনার কথা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ এর প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। কভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা গ্রহণের বিষয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
নির্দেশনা
১) প্রতিটি পরীক্ষা হলে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
২) পরীক্ষা হলের বাইরে পরীক্ষার্থীদের হাত ধোয়ার ব্যবস্থা/হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।
৩) পরীক্ষার্থীদের হলে প্রবেশের সময় শরীরে তাপমাত্রা পরিমাপ করার জন্য নন-কন্টাক্ট ইনফ্রারেড থার্মোমিটারের সুবিধা রাখতে হবে।
৪) প্রতিটি পরীক্ষা হলের কন্ট্রোল রুমে মাস্ক এবং জীবাণুনাশকের ব্যবস্থা থাকতে হবে।
৫) শিক্ষাপ্রতিষ্ঠানের মেঝেসহ সকল এলাকা পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।
৬) স্বাস্থ্যবিধি পালনের বার্তা সম্বলিত পোস্টার/ফেস্টুনের মাধ্যমে প্রচার করতে হবে।
৭) অপেক্ষমাণ জনসমাগম নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়া যেতে পারে।
৮) শিক্ষাপ্রতিষ্ঠানে পানি, স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা এবং পরিষ্কার পরিবেশ নিশ্চিত করতে হবে।
৯) শিক্ষার্থীরা কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রেখে হলে প্রবেশ করবে। প্রয়োজনে গোল চিহ্ন দিয়ে দাঁড়ানোর স্থান নির্দিষ্ট করে দিতে হবে। মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না।
১০) আসন ব্যবস্থায় ২ জন পরীক্ষার্থীর মধ্যে কমপক্ষে ৩ ফুট দূরত্ব থাকতে হবে।
১১) পরীক্ষা হলের বাইরে অভিভাবকদের সমাবেশ পরিহারসহ যেকোনো ধরনের জনসমাগম পরিহার করতে হবে।