Logo
×

Follow Us

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র করার নির্দেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২২, ১৭:১৩

শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র করার নির্দেশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ফাইল ছবি

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় প্লাবিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২১ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে সব অঞ্চলের পরিচালক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, সাম্প্রতিক বন্য কবলিত এলাকার দুর্গত জনগণের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য নিকটস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

অফিস আদেশে আরো বলা হয়, বন্যা পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পাঠাগারের বই, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বিজ্ঞানাগার এবং কম্পিউটার ল্যাবরেটরির সরঞ্জাম নিরাপদে সংরক্ষণ করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫