শিক্ষাকে সবার আগে স্মার্ট করতে হবে: শিক্ষামন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১৭:৫৩
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: গাজীপুর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছে। এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পালা। এজন্য শিল্প ও অর্থনীতির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রকে সবার আগে স্মার্ট করতে হবে।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর নগরীর বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষীকির অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, বেঙের ছাতার মত আনাচে কানাচে গড় উঠছে কলেজ। এসব কলেজে নেই ন্যূনতম মানসম্মত শিক্ষা। এসব কলেজগুলো অনেকটাই বেকার তৈরির কারখানায় পরিণত হয়েছে। এজন্য এসব কলেজ নিবন্ধন ও এমপিও দিতে আরো সতর্ক হতে শিক্ষা মন্ত্রণালয়কে আহবান জানান তিনি। পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রতি জোড় দেয়ারও আহবান জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি, মেহের আফরোজ চুমকি এমপিসহ সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরু হওয়ার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাফল্য তুলে ধরা হয়। এছাড়াও নতুন নতুন বিভাগসহ জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়ন করার লক্ষ তুলে ধরেন উপাচার্য।