Logo
×

Follow Us

শিক্ষা

মাধ্যমিকের শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদন শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৯

মাধ্যমিকের শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদন শুরু

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভবন। ছবি: সংগৃহীত

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে ভর্তি সহায়তার ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

গতকাল সোমবার (১৬ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নির্দেশনাটি প্রকাশ করে।   

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ভর্তিকৃত অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে ভর্তি সহায়তা দেওয়া হয়। ভর্তি সহায়তা পেতে শিক্ষার্থীকে www.eservice.pmeat.gov.bd/admission লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। ই-ভর্তি সহায়তা ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ১৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

ভর্তি সহায়তা ব্যবহারের নির্দেশিকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫