Logo
×

Follow Us

শিক্ষা

খাগড়াছড়িতে মা-ছেলে ও মা-মেয়ের এইচএসসি পাস

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৪

খাগড়াছড়িতে মা-ছেলে ও মা-মেয়ের এইচএসসি পাস

মা-ছেলে ও মা-মেয়ে। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে মা-ছেলে ও মা-মেয়ে একসঙ্গে এইচএসসি পাস করেছে। গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) এইচএসসির ফল ঘোষণার পর জেলার পানছড়িতে এমন খবরে  এলাকাবাসীর মাঝে বাড়তি মনোযোগ তৈরি হয়েছে। বিষয়টিকে সবাই ইতিবাচকভাবে দেখছেন। 

সুমেন চাকমা পানছড়ি সরকারি ডিগ্রী কলেজ থেকে জিপিএ-৩.৩৩ পেয়ে এইচএসসি পাস করেছেন। তার মা মানিক পুতিচাকমা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে দিঘীনালা কলেজ কেন্দ্র থেকে জিপিএ-৩.৬৭ পেয়েছেন। 

মায়ের সাফল্যে উচ্ছ্বাসিত সুমেন চাকমা জানান, লেখাপড়ার প্রতি মায়ের প্রবল আগ্রহ ছিল। এতে আমার পড়াশোনার আগ্রহ বেড়েছে। মা আমার অনুপ্রেরণা। মা স্নাতক পাশ করে পরিবারের মুখ উজ্জ্বল করবে এটাই আমার প্রত্যাশা।

ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে জিপিএ-৪.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তার মা রাবিয়া আক্তার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে খাগড়াছড়ি সরকারি কলেজ কেন্দ্র থেকে জিপিএ-৩.৮৯ পেয়ে এইচএসসি পাস করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫