প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এসময় তিনি জাতির পিতার পরিবারের সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করেন।
গত বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মুক্তিযুদ্ধ চলাকালীন জাতির পিতা বঙ্গবন্ধুর অবিসংবাদিত ও অদম্য নেতৃত্বের কথা এবং মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ভিসি।
উল্লেখ্য যে, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গত ৩০ আগস্ট তিনি নব নিযুক্ত উপাচার্য হিসেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যোগদান করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh