শিক্ষার অধিকার আদায় ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় নিয়ে আগামীকাল মঙ্গলবার ( ২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ছাত্র সমাবেশ ও কমিটি পরিচিতি অনুষ্ঠিত হবে।
এতে আলোচক থাকবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আবু সাঈদ খান, বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। সভায় সভাপতিত্ব করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম এক বিবৃতিতে মঙ্গলবারের কমিটি পরিচিতি ও ছাত্র সমাবেশে যথাসময়ে উপস্থিত হয়ে সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবক সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh