নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৩- এর চ্যাম্পিয়ন হয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)।
গত সোমবার (২ অক্টোবর) ফাইনালে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে (আইইউবি) হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিইউবি।
ফাইনালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইনডোর স্টেডিয়ামে মুখোমুখি হয় সিইউবি ও আইইউবি। ২-০ সেটে আইইউবিকে হারিয়ে জয়লাভ করে সিইউবির আশফাক আহমেদ সৌরভ।
সিইউবির ব্যাডমিন্টন খেলোয়াড় আশফাক আহমেদ সৌরভ বলেন, আসলে এই অনুভূতির কথা শব্দে প্রকাশ করতে পারাটা খুব কঠিন৷ সকলের শুভকামনা আর নিজের চেষ্টায় আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি। এটা একটা অন্যরকম অনুভূতি। আমি অনেক গর্বিত এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হতে পেরে। আমি ধন্যবাদ জানাবো আমার সকল বন্ধুদেরকে, যারা মাঠের বাইরে থেকেও আমাকে সাপোর্ট করেছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh