Logo
×

Follow Us

শিক্ষা

বুধবার সব স্কুল-কলেজে মাউশির কর্মসূচি ঘোষণা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৮:৪২

বুধবার সব স্কুল-কলেজে মাউশির কর্মসূচি ঘোষণা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) লোগো। ফাইল ছবি

বুধবার (১৮ অক্টোবর) ‘শেখ রাসেল দিবস ২০২৩’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সব স্কুল-কলেজ ও অধিদপ্তরাধীন দপ্তর সমূহে কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় স্বাক্ষরিত নির্দেশনায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।

যেসব কর্মসূচী পালন করতে হবে

  • শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ কার্যালয়/প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে। উল্লেখ্য যে, শেখ রাসেলের ম্যুরাল/প্রতিকৃতি সর্বনিম্ন আকার হতে হবে দৈর্ঘ্য ০৪ ফুট x প্রস্থ ০৩ ফুট। সমানুপাতিক হারে বড় আকারে প্রতিকৃতি স্থাপন করা যাবে।
  • সকল দপ্তর/শিক্ষাপ্রতিষ্ঠান ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উপলক্ষে শেখ রাসেল দিবস উদ্‌যাপন নীতিমালা- ২০২২ অনুযায়ী আলোচনা সভা আয়োজন করবে।
  • জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে সকল শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া মাহফিল/প্রার্থনার আয়োজন করবে।
  • “শেখ রাসেল দিবস ২০২৩’ উপলক্ষে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান ‘শেখ রাসেল দেয়ালিকা’য় গল্প, কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি এঁকে উপস্থাপন করবে। দেয়ালিকাটির প্রতিপাদ্য হবে ‘শেখ রাসেল দিবস ২০২৩’। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শেখ রাসেল দেয়ালিকার ছবি তুলে 18octoberdshe@gmail.com -এর মাধ্যমে প্রেরণ করবে।
  • শেখ রাসেল স্মরণে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান গাছের চারা রোপন করবে।
  • শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ দিবসের সাথে সামঞ্জস্যপূর্ণ যেকোন কর্মসূচী স্ব-স্ব ব্যবস্থাপনায় আনন্দমূখর পরিবেশে আয়োজন করবে (যেমন: আনন্দ র‍্যালি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা/চিত্রাঙ্কন প্রতিযোগিতা/রচনা প্রতিযোগিতা/কুইজ প্রতিযোগিতা ইত্যাদি)।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫