Logo
×

Follow Us

শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৭.৮৩ শতাংশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৪

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৭.৮৩ শতাংশ

এবার পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। প্রতীকী ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় ৯২.৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তানজিম মুনতাকা।

আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ ফল ঘোষণা করেন।

এবার ১৯টি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা দেন ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু। এরমধ্যে পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।

অন্যদিকে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। আর ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২৯৫টি।

উল্লেখ্য, সরকারি মেডিকেল কলেজে ভর্তির হওয়া যাবে আগামী ১৮ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

যেভাবে জানা যাবে ফলাফল

ভর্তিচ্ছুরা ওয়েবসাইটে ফল জানতে পারবেন। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। আর উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানিয়ে দেয়া হবে। এ ক্ষেত্রে আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে ফলাফল পাওয়া যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫