চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন ইয়াহ্ইয়া আখতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তবে এই ব্যাপারে এখনও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন প্রজ্ঞাপন জারি করা হয়নি৷

গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে শিক্ষা উপদেষ্টা মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন। তবে এখনও এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি।

অধ্যাপক ড. ইয়াহ্ইয়া ১৯৮২ সালে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন। সেখানে শিক্ষকতায় যোগদানের আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে একই বিষয়ে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক ড. ইয়াহ্ইয়া রাজনীতি, সমাজতত্ত্ব ও লোকপ্রশাসন বিষয়ে গবেষণামূলক লেখালেখির পাশাপাশি আন্তর্জাতিক সমস্যা এবং সমসাময়িক রাজনীতি নিয়ে পত্র-পত্রিকায় লেখালেখি করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh