নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তবে এই ব্যাপারে এখনও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন প্রজ্ঞাপন জারি করা হয়নি৷
গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে শিক্ষা উপদেষ্টা মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন। তবে এখনও এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি।
অধ্যাপক ড. ইয়াহ্ইয়া ১৯৮২ সালে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন। সেখানে শিক্ষকতায় যোগদানের আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে একই বিষয়ে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
অধ্যাপক ড. ইয়াহ্ইয়া রাজনীতি, সমাজতত্ত্ব ও লোকপ্রশাসন বিষয়ে গবেষণামূলক লেখালেখির পাশাপাশি আন্তর্জাতিক সমস্যা এবং সমসাময়িক রাজনীতি নিয়ে পত্র-পত্রিকায় লেখালেখি করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh