চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পেয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন শিক্ষার্থীরা। এসব আবেদনের মধ্যে এইচএসসি ও আলিমের এক লাখ ৯২ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী পাঁচ লাখ এক হাজার ২৯৪টি খাতা পুনর্নিরীক্ষণ বা রিভিউয়ের আবেদন করেছেন। পুনর্নিরীক্ষণের আবেদন সবচেয়ে বেশি পড়েছে ঢাকা বোর্ডে। আর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন কম পড়েছে আলিম পরীক্ষার্থীদের।
আগামী ১৪ নভেম্বর খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার এ তথ্য জানিয়েছেন।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এক লাখ ৮৯ হাজার ৭৬৬ শিক্ষার্থী চার লাখ ৯৩ হাজার ৪৮০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষার সাত হাজার ৮১৪টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন দুই হাজার ৭১৪ জন।
এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের পাঁচ হাজার ৯০৮ জন পরীক্ষার্থী এইচএসসি ভোকেশনাল, বিএম ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ছয় হাজার ৮২২টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, খাতা পুনর্নিরীক্ষণ শেষে আগামী ১৪ নভেম্বর ফল প্রকাশ করা হবে।
প্রতিবছরই এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা তা পুনর্নিরীক্ষণের সুযোগ পান। ফল প্রকাশের পরের এক সপ্তাহ নির্ধারিত ফি দিয়ে পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ থাকে।
মূল ফল প্রকাশের এক মাসের মধ্যে খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল রিভিউ ঢাকা বোর্ডে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আলিম পরীক্ষা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh