এমবিবিএস ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির প্রাথমিক কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী জানুয়ারিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষ হলে বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ভর্তি পরীক্ষা হবে।
শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষার পর শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করা হবে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে শিক্ষার্থী ভর্তিতে অটোমেশন বাতিলের দাবি জানিয়েছে।
তারা বলেন, একজন ছাত্রকে ভর্তির ক্ষেত্রে তার পছন্দের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ দিতে হবে। বর্তমান পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। উদাহরণ টেনে তারা বলেন, নোয়াখালীর একজন ছাত্রকে নিজের এলাকার কোনো মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থাকে না এই অটোমেশনের কারণে। এতে ওই ছাত্র আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হন।
বাংলাদেশ বেসরকারি মেডিকেল অ্যাসোসিয়েশনের শাহাবুদ্দিন মেডিকেল কলেজের চেয়ারম্যান বলেন, বেসরকারি মেডিকেল কলেজসমূহে অটোমেশন পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া পুনরায় চালু করতে হবে। এতে ছাত্র-ছাত্রীদের মেধার মূল্যায়ন ও তাদের পছন্দের কলেজের ভর্তির সুযোগ পাবে।
উল্লেখ্য, ৬ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আগামী শিক্ষাবর্ষে এমবিবিএস-এ ভর্তি ফি নিধারণ করা হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার টাকা, বিডিএস-এ ভর্তি ফি ১১ লাখ টাকা। এ ছাড়া ইন্টার্নশিপ ফি ধরা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। আর টিউশন ফি ১০ হাজার টাকা। এসব ফি ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষ থেকে কার্যকর হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh