জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনটিসিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, নির্ধারিত সময়ে প্রাথমিকের এবং জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বিষয়ের পাঠ্যবই শিক্ষার্থীরাদের হাতে পৌঁছে দিতে সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে।
আজ রবিবার (২২ ডিসেম্বর) নিজ কার্যালয়ে মুদ্রণ শিল্প সমিতির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই, মাধ্যমিকের ৩ বই, ১ থেকে ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের আরও ৫ বই আর ২০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বই সরবরাহের জন্য মুদ্রণ শিল্প মালিকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।’
এর আগে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির অফিসিয়াল প্যাডে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি চিঠি লেখেন সমিতির ভাইস-চেয়ারম্যান জুনায়েদুল্লাহ আল মাহফুজ। চিঠিতে তিনি লেখেন, ‘২০২৫ সালের পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য আগামী ২৫ মার্চ পর্যন্ত সময় প্রয়োজন। এর আগে পাঠ্যবই ছাপা শেষ করা সম্ভব নয়।’
এনসিটিবি কার্যালয়ে ব্রিফিংয়ে এ বিষয়ে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন মুদ্রণ শিল্প সমিতির সভাপতি রাব্বাবি জব্বার। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক মুদ্রণের, কাজে গতি এসেছে, আমরা আশাবাদী যথাসময়ে কাজ শেষ করতে পারবো।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh