মাদকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা জারি রাখায় প্রশংসায় ভাসছে জাবি প্রশাসন। থার্টি-ফাস্ট নাইটসহ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করায় প্রশাসনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাবি শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার
রাত ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রার বিল্ডিংয়ের কনফারেন্স রুমে জাবি প্রশাসনকে এ ফুলেল শুভেচ্ছা
জানান তারা।
এসময়
উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান,
প্রো-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদ,
প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম,
সহকারী প্রক্টর শামীমা নাসরীন জলি ও জীববিজ্ঞান অনুষদের
ডিন অধ্যাপক ড. মাফরূহী সাত্তার।
বিশ্ববিদ্যালয়ের
৪৯তম আবর্তনের শিক্ষার্থী আলী জাকি শাহরিয়ার বলেন, যেকোনো অপরাধের মূলেই আমরা মাদকের ভূমিকা দেখতে পাই। বিশ্ববিদ্যালয়ে ছিনতাই, চুরির পেছনেও মাদকের ভূমিকা স্পষ্ট। আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়
প্রশাসন শুরু থেকেই মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং বিশেষ করে থার্টি-ফাস্ট নাইটে আতশবাজি, মাদকসেবন ও উশৃঙ্খল
কর্মকাণ্ড রোধে যথাযথ ভূমিকা পালন করেছে, তাদের এমন প্রশংসিত কর্মকাণ্ডের জন্য আমরা ফুলেল শুভেচ্ছা জানাই। আশা করি, প্রশাসন এমন ইতিবাচক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান
বলেন, তোমরা নৈতিকতার জায়গা থেকে এসেছ দেখে খুবই ভালো লাগছে। নতুন শিক্ষার্থীরা যাতে মাদকের সাথে যুক্ত না হয়, এ
জন্য সচেতনতামূলক
কাজ তোমাদেরও যেমন করতে হবে, আমরাও করব। প্রতিটা হলে সেমিনারের মাধ্যমে মাদকের ক্ষতিকারক দিক তুলে ধরতে হবে। মাদক গ্রহণের স্থানগুলোতে দুই দিনের ভেতর লাইট লাগানোর ব্যবস্থা করা হবে। আশা করি, তোমাদের সহযোগিতা পেলে আমরা যথাযথভাবে মাদক নিয়ন্ত্রণ করতে পারব এবং নতুন শিক্ষার্থীরা মাদকে আসক্ত না হতে পারে-
সে ব্যাপারে সচেষ্ট থাকব।
উল্লেখ্য,
বিগত থার্টি-ফাস্ট নাইটে অভিযানে আটক ৪ মাদকসেবী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh