ইউরোপীয় ইউনিয়নের সদস্য ইতালিতে আছে বিশ্বের প্রাচীনতম সব বিশ্ববিদ্যালয়। সময়ের বিবর্তনে পুরোনো শিক্ষাব্যবস্থার ক্রমাগত উন্নয়নের পটভূমিতে এগুলোয় জমেছে শত বছরের ঐতিহ্য। বর্তমানে আন্তর্জাতিক শিক্ষা কারিকুলাম ও স্কলারদের অভিজাত ফোরামগুলোতে সুপরিচিত এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে থাকা বিদ্যাপীঠগুলো হলো পলিটেকনিকো ডি মিলানো (১২৩), স্যাপিয়েঞ্জা ইউনিভার্সিটি অব রোম (১৩৪) ও ইউনিভার্সিটি অব বোলোগনা (১৫৪)। চলুন ইতালিতে পড়াশোনার জন্য আবেদন পদ্ধতি, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপসহ বিস্তারিত জেনে নেওয়া যাক।
সেরা বিষয়গুলো
ব্যবসা ও ব্যবস্থাপনা, সামাজিক বিজ্ঞান ও মানবিক, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, মেডিসিন, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, ফিন্যান্স, রাষ্ট্রবিজ্ঞান, চারুকলা, ফ্যাশন ডিজাইন ইত্যাদি।
আবেদনের উপায়
অন্য শেনজেন দেশগুলোর মতো ইতালিও শিক্ষাক্ষেত্রে দুই সেমিস্টার পদ্ধতি মেনে চলে। প্রথম ভর্তি মৌসুমটি পরিচিত ফল ইনটেক নামে, যার আবেদন কার্যক্রম শুরু হয় নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে যাবতীয় আবেদন শেষে কোর্স শুরু হয় সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে। এই সময়টিতে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো সর্বাধিকসংখ্যক কোর্সে শিক্ষার্থী ভর্তি হন।
স্প্রিং নামের অপর ইনটেকটিতে আবেদন নেওয়া হয় জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। এগুলোর সময়সীমা থাকে অক্টোবর থেকে ডিসেম্বর। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ভর্তি শেষ করে কোর্স শুরু হয়।
এখানে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য পৃথকভাবে তাদের নিজস্ব ওয়েব পোর্টালে আবেদন করতে হয়। আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র, খরচসহ সুনির্দিষ্ট ডেডলাইনগুলো ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ থাকে। এখানে খেয়াল রাখা উচিত যে একটি বিশ্ববিদ্যালয়ে শুধু একটি বিষয়ে আবেদন জমা দেওয়া যায়।
ভর্তির আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইনে পূরণ করা পূর্ণ আবেদনপত্র, একটি বৈধ পাসপোর্ট, বিগত শিক্ষাগত যোগ্যতার নথি, স্নাতক প্রগ্রামের জন্য হাই স্কুল ডিপ্লোমা বা সমতুল্য সনদ এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্নাতকোত্তর প্রগ্রামের জন্য স্নাতকের সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ডক্টরাল প্রগ্রামের জন্য স্নাতকোত্তরের সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ভাষার দক্ষতা পরীক্ষার ন্যূনতম স্কোর, আইইএলটিএসে ৬ বা টোয়েফল আইবিটিতে ৫৯, মাস্টার্সের জন্য আইইএলটিএস স্কোর ৬ দশমিক ৫ কিংবা টোয়েফল আইবিটি ৭৯, পিএইচডির জন্য আইইএলটিএস স্কোর ৭ বা টোয়েফল আইবিটি ৯৬, অধ্যয়ন ফি পরিশোধের রসিদ, সিভি, স্টেটমেন্ট অব পারপাস, একাধিক মোটিভেশন লেটার, মেডিক্যাল সার্টিফিকেট ও স্বাস্থ্যবিমা, জিম্যাট বা জিআরই পরীক্ষার ফলাফল (মাস্টার্সের জন্য), ভাষার দক্ষতা প্রমাণ, আইইএলটিএসে ৬ বা টোয়েফল আইবিটিতে ৫৯, মাস্টার্সের জন্য আইইএলটিএস স্কোর ৬ দশমিক ৫ কিংবা টোয়েফল আইবিটি ৭৯, পিএইচডির জন্য আইইএলটিএস স্কোর ৭ বা টোয়েফল আইবিটি ৯৬ প্রাপ্ত নম্বরের প্রমাণপত্র।
স্টডেন্ট ভিসার জন্য আবেদন
দীর্ঘমেয়াদি অধ্যয়নে ইচ্ছুক শিক্ষার্থীদের ইতালির টাইপ-ডি ভিসার জন্য আবেদন করতে হয়। ন্যাশনাল ভিসা নামে পরিচিত এই ভিসায় ৯০ দিনের বেশি ইতালিতে বসবাসের অনুমতি লাভ করা যায়। ভিসার মেয়াদ থাকে নির্বাচিত ফুলটাইম স্টাডি প্রগ্রামের পুরো সময়। বাংলাদেশি ছাত্রছাত্রীরা ইতালি অভিবাসনের গ্লোবাল পার্টনার ভিএফএসের (ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিসেস) মাধ্যমে টাইপ-ডি ভিসায় আবেদন করতে পারবেন।
ভিসার আবেদনের জন্য দরকারি নথিপত্র
সম্পূর্ণরূপে পূরণ করা এবং নিজ হাতে সই করা জাতীয় (টাইপ-ডি) ভিসা আবেদনপত্র। সদ্য তোলা ২ কপি রঙিন ছবি। ছবিগুলো অবশ্যই আইসিএও (ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন) ফরম্যাটের হতে হবে (আকার ৪৩ দশমিক ৫ সেন্টিমিটার, সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা ও সর্বোচ্চ বিগত ছয় মাসের মধ্যে তোলা)।
প্রতিটি পৃষ্ঠার অনুলিপিসহ বৈধ পাসপোর্টের আসল কপি। পাসপোর্টের মেয়াদ শেনজেনভুক্ত যেকোনো দেশে পৌঁছার তারিখ থেকে পরবর্তী অন্তত তিন মাস হতে হবে। পাসপোর্টে কমপক্ষে দুটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে। ইতালির বিশ্ববিদ্যালয় বা এএফএএম ইনস্টিটিউটে (চারুকলা, সংগীত ও নৃত্যকলার প্রতিষ্ঠান) প্রি-এনরোলমেন্টের প্রমাণ, ভর্তি ও অধ্যয়ন খরচ উল্লেখ করা আবশ্যক। ইতালির বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার লেটার। আবেদনকারীর আর্থিক সচ্ছলতার প্রমাণ : ছয় মাস ধরে বাংলাদেশে পরিচালিত যেকোনো ব্যাংক কর্তৃক জারি করা শিক্ষার্থীর ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট। কেউ স্পন্সর করে থাকলে তার আর্থিক সম্পদের প্রমাণ। বাংলাদেশের কোনো ব্যাংক থেকে দেওয়া স্পন্সরের গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট। স্পন্সরের সঙ্গে পারিবারিক সম্পর্কের প্রমাণ)। স্কলারশিপ পেয়ে থাকলেও উপরোক্ত আর্থিক সম্পদের প্রমাণ প্রদর্শন করা অপরিহার্য। ইতালিতে শিক্ষার্থীর বাসস্থানের প্রমাণ। অ্যাপার্টমেন্ট ক্রয় বা ভাড়া চুক্তি। একজন ইতালির নাগরিক বা দেশটিতে নিয়মিত বসবাসের পারমিটধারী বিদেশি নাগরিকের পক্ষ থেকে রেসিডেন্ট স্টেটমেন্ট। এর সঙ্গে স্টেটমেন্টে সইকারী ব্যক্তির পরিচয়পত্রের সংযুক্তির প্রয়োজন হবে। বিমানের অগ্রিম টিকিট বুকিংয়ের নথিপত্র।
ভিসা প্রক্রিয়াকরণের সময় ও আনুষঙ্গিক খরচ
স্টাডি ভিসা প্রস্তুত হতে সাধারণত ন্যূনতম ২১ কর্মদিবস প্রয়োজন হয়। তবে কাগজপত্র যাচাইসহ নানা কারণে ভিসা হাতে পাওয়ার সময়টি আরো দীর্ঘায়িত হতে পারে।
ইতালির ভিএফএসের ওয়েবসাইট অনুসারে, টাইপ-ডি ভিসা ফি ৫০ ইউরো বা ৫ হাজার ৭৫০ টাকা। ভিএফএস গ্লোবাল সার্ভিস চার্জ বাবদ রাখা হয় ৩৮ ইউরো বা ৪ হাজার ৩৭০ টাকা। সঙ্গে অতিরিক্ত ব্যাংক ড্রাফট ২৭০ টাকা।
পড়াশোনা ও জীবনযাত্রার সম্ভাব্য খরচ
বিষয়, প্রগ্রামের স্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ইতালির অধ্যয়ন খরচে যথেষ্ট ভিন্নতা রয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে বিভিন্ন মানের বিশ্ববিদ্যালয়গুলো বাজেটের তারতম্য নির্ধারণ করে দেয়। লিপস্কলারের তথ্যানুযায়ী, পাবলিক বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অধ্যয়ন খরচ ৯০০ থেকে ৪ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় এটি এক লাখ ১৮ হাজার ৯৬৫ থেকে ৫ লাখ ২৮ হাজার ৭৩২ টাকার সমান। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কোর্স মূল্য প্রতিবছর গড়ে ৬ থেকে ২০ হাজার ইউরো বা ৭ লাখ ৯৩ হাজার ৯৭ থেকে ২৬ লাখ ৪৩ হাজার ৬৫৭ টাকা।
খণ্ডকালীন চাকরির সুবিধা
ইতালিতে খণ্ডকালীন চাকরির জন্য স্টুডেন্ট ভিসার পাশাপাশি প্রয়োজন হবে রেসিডেন্ট ওয়ার্ক পারমিট। এই পারমিট সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা বা বছরে ১ হাজার ৪০ ঘণ্টা কাজের সুযোগ দেয়। তবে এই অনুমতি দিয়ে ব্যবসা করা যাবে না। খণ্ডকালীন চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের জন্য একটি জনপ্রিয় উপায় হচ্ছে ‘১৫০ ওরে’। ‘ওরে’ হচ্ছে ইতালীয় শব্দ, যার অর্থ ঘণ্টা। এই ব্যবস্থার মাধ্যমে মূলত নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে (সাধারণত প্রশাসনিক বিভাগে) সর্বোচ্চ ১৫০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরিসহ জনপ্রিয় কয়েকটি চাকরির তালিকা হলো ক্যাশিয়ার ১১ ইউরো, প্যাকেজ হ্যান্ডলার ১১ ইউরো, ওয়েটার ১০ ইউরো, কাস্টমার সার্ভিস এজেন্ট ১৫ ইউরো, ডেলিভারি বয় ১৭ ইউরো, রিসেপশনিস্ট ১২ ইউরো ও স্টুডেন্ট কোলাবোরেটরে ১৪ ইউরো মেলে। ইতালির সবচেয়ে ধনী শহর হিসেবে মিলানের বাজারে চাকরির মজুরি তুলনামূলকভাবে বেশি। দ্বিতীয় পর্যায়ে রয়েছে রোম আর সবচেয়ে কম মজুরি পিসাতে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh