বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এরই মধ্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জেনে নিন।
আইবিএতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের বিবিএ প্রগ্রামে ১২০টি আসনের বিপরীতে দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৮০ জনকে নিয়ে চূড়ান্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আইবিএর ভর্তি পরীক্ষা দুটি পর্যায়ে; একটি হলো বহুনির্বাচনী এবং অন্যটি লিখিত পরীক্ষা। বহুনির্বাচনী অংশে সময় থাকে ৯০ মিনিট। এতে তিনটি অংশে ইংরেজি (৩০ নম্বর), গণিত (৩০ নম্বর), মানসিক দক্ষতা (বিশ্লেষণী) (১৫ নম্বর) এবং বাকি ৩০ মিনিট থাকবে লিখিত।
প্রয়োজনীয় বই
ইংরেজির ক্ষেত্রে Cliff’s TOEFL, Barron’s SAT, Word Smart (part 1/2), GRE Big Book, GMAT, Math Q Bank (Mentors, Saifur’s) গণিতের জন্য Mentors Math Q Bank, GMAT & Barron’s SAT; মানসিক দক্ষতার জন্য GRE Big Book এবং GRE Big Book & GMAT বইগুলো পড়তে পারেন।
যেভাবে প্রস্তুতি নেবেন
নিয়মিত অনুশীলন ও রিভিশন দিতে হবে। এ ছাড়া গ্রামারের জন্য Cliff’s TOEFL বইটি মনোযোগ দিয়ে পড়বেন এবং প্রতিটি অনুশীলনী বারবার চর্চা করবেন। Barron's SAT থেকে Sentence Correction & Error Detection A অংশ, SAT-এ প্রায় ৩৫০০ শব্দের ভোকাবুলারি লিস্ট আছে, সেগুলো রপ্ত করতে পারলে ভালো। সেই সঙ্গে SAT-এর High Frequency 400 word সমান গুরুত্ব দিয়ে পড়বেন।
Analogy, Sentence Completion এগুলো GRE Big Book থেকে পড়বেন। পাশাপাশি Word Smart বইটি প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। Reading Comprehension, Fill in the blanks এগুলো IBA, DU-এর ভর্তি পরীক্ষায় বিগত বছরে আসা প্রশ্নগুলো বারবার সমাধান করবেন, পাশাপাশি Cliff’s TOEFL & Barron’s SAT- এর বইগুলো পড়তে পারেন।
গণিতের ক্ষেত্রে Algebra, Arithmetic, Geometry প্রতিটি অংশ বারবার অনুশীলনের পাশাপাশি IBA, DU এর ভর্তি পরীক্ষায় বিগত বছরে আসা গণিতের প্রশ্নগুলো বারবার চর্চা করবেন। এ ছাড়া GMAT & Barron’s SAT-এর গণিতের প্রশ্নগুলো এবং Data Sufficiency-এর জন্য GMAT-এর data sufficiency চ্যাপ্টারের অঙ্কগুলো চর্চা করবেন। অ্যানালিটিক্যাল অংশের অনুশীলনের জন্য GRE Big Book-তে ৩০০+ পাজল আছে, এই পাজলগুলো অনুশীলন করবেন।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
এ ইউনিটে আসনসংখ্যা ২,৯৩৪টি। এর মধ্যে মানবিক শাখায় আসন ১,৭৪৪টি, বিজ্ঞান শাখায় ৯০৮টি এবং ব্যবসায় শাখায় ২৮২টি। এ ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী অংশে ৬০ নম্বর এবং লিখিত পরীক্ষায় ৪০ নম্বর থাকবে। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। প্রার্থী ৪০ নম্বর না পেলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।
প্রস্তুতি
ভর্তি পরীক্ষায় MCQ ও লিখিত অংশের বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্ন বোর্ড নির্ধারিত শিক্ষাক্রমের পাঠ্যসূচির আলোকে হয়ে থাকে। এ জন্য এইচএসসির বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের বোর্ড বইগুলো গুরুত্ব সহকারে পড়বেন। ভর্তি পরীক্ষায় বাংলা প্রথমপত্র থেকে গদ্য ও পদ্যের মূলভাব, উৎস, তথ্য, ছন্দ, কবি ও লেখক পরিচিতি, শব্দার্থ, কবিতায় কোন শব্দ কতবার ব্যবহার করা হয়েছে, বিভিন্ন চরিত্রাবলি থেকে কোন উক্তিটি কার ইত্যাদি প্রশ্ন আসে। তবে ব্যাকরণ অংশের অনেক প্রশ্নই গদ্য ও পদ্য থেকে চলে আসে। এ ছাড়া বাংলা দ্বিতীয় পত্রের বাগধারা, বাচ্য, এক কথায় প্রকাশ, সন্ধি ইত্যাদি পড়তে হবে।
ইংরেজিতে Vocabulary, Group Verb, Phrase and Idioms, Appropriate Preposition, Narration, Tense, Right Form of Verbs, Article, Tag Question, Sentence, Parts of Speech এবং ইংরেজি প্রথম পত্র পাঠ্য বইয়ের কবিতা ও কবির নাম, কবিতার প্রথম ও শেষ লাইন থেকে প্রশ্ন আসতে পারে। বহুনির্বাচনী অংশে সাধারণ জ্ঞানবিষয়ক প্রশ্ন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভৃতি বিষয়ের আলোকে করা হয়। এ জন্য শিক্ষার্থীদের নিয়মিত পত্রিকা পড়তে হবে।
লিখিত পরীক্ষার বাংলা অংশে পাঠ্যসূচিভুক্ত (গদ্য, উপন্যাস ও নাটকভিত্তিক) একটি পাঠের মূলভাব লিখন, কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা, উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা, লেখক/কবি পরিচিতি, মিলকরণ (গদ্য, কবিতা ও ব্যাকরণভিত্তিক), সারাংশ/সারমর্ম লিখন, বানান শুদ্ধি ও প্রমিতকরণ, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন, ব্যাকরণসম্পর্কিত বিষয়াবলি (সংজ্ঞার্থ ও দৃষ্টান্ত) এবং অনুবাদ বারবার পড়তে হবে।
লিখিত পরীক্ষার জন্য General English, Short paragraph, Comprehension, Explanation, Rearranging, Translation, Punctuation, Gap filling with & without clues, Sentence making, Changing and Transformation অধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে।
ব্যবসায় শিক্ষা ইউনিট
এ ইউনিটে আসনসংখ্যা ১০৫০টি। এর মধ্যে মানবিকে আসন ২৫টি, বিজ্ঞান শাখায় ৯৫টি এবং ব্যবসা শাখায় ৯৩০টি। ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখায় বহুনির্বাচনী অংশে বাংলা-আবশ্যিক (১২ নম্বর), ইংরেজি-আবশ্যিক (১২ নম্বর), হিসাববিজ্ঞান-আবশ্যিক (১২ নম্বর), ব্যবসায় নীতি ও প্রয়োগ-আবশ্যিক (১২ নম্বর), মার্কেটিং অথবা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা- যেকোনো একটিতে (১২ নম্বর) থাকবে। অন্যদিকে লিখিত অংশে বাংলা থেকে ইংরেজি অনুবাদ (৪ নম্বর), ইংরেজি থেকে বাংলা অনুবাদ (৪ নম্বর), ভুল সংশোধনী- বাংলা (৪ নম্বর), ভুল সংশোধনী- ইংরেজি (৪ নম্বর), হিসাববিজ্ঞান-আবশ্যিক (৮ নম্বর) ব্যবসায় নীতি ও প্রয়োগ-আবশ্যিক (৮ নম্বর) মার্কেটিং অথবা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমাসহ যেকোনো একটিতে (৮ নম্বর) থাকবে।
বিজ্ঞান ও মানবিক শাখার ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন অংশে বাংলা-আবশ্যিক (১২ নম্বর), ইংরেজি-আবশ্যিক (১২ নম্বর), আইসিটি-আবশ্যিক (১২ নম্বর), গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি, যেকোনো একটিতে (২৪ নম্বর) থাকবে। লিখিত অংশে বাংলা থেকে ইংরেজি অনুবাদ (৫ নম্বর), ইংরেজি থেকে বাংলা অনুবাদ (৫ নম্বর), ভুল সংশোধনী- বাংলা (৫ নম্বর), ভুল সংশোধনী-ইংরেজি (৫ নম্বর), আইসিটি (১০ নম্বর), গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি- যেকোনো একটিতে (১০ নম্বর) থাকবে।
লিখিত পরীক্ষায় Essay Writing-এ ৫ নম্বর, Error Correction-এ ৫ নম্বর, Business Subjects (Any Two), Business Studies-এ ১০ নম্বর, Accounting-এ ১৬ নম্বর, Economics-এ ১০ নম্বর, Mathematics-এ ১০ নম্বর থাকবে।
প্রস্তুতি
উপরে উল্লিখিত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বাংলা ও ইংরেজি বিষয়ের প্রস্তুতির মতো ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরাও ওই বিষয়ের প্রস্তুতি নিলেই হবে।
হিসাববিজ্ঞান
হিসাববিজ্ঞানে থিওরি এবং অঙ্ক দুটোই গুরুত্বপূর্ণ। যেহেতু ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ নেই, তাই ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করার অনুশীলন করতে হবে। পরীক্ষায় ৩-৪টি বা ৪-৫টি প্রশ্ন অঙ্ক সম্পর্কিত হয়ে থাকে। আর বাকিগুলো থিওরি থেকে আসে। জাবেদার অধ্যায়টি খুব ভালোভাবে রপ্ত করবেন, বিশেষ করে সমন্বয়, সংশোধনী জাবেদা। এ ছাড়া বিগত বছরে আসা এমসিকিউ প্রশ্নগুলো অনুশীলন করবেন।
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ে বেশি বেশি অঙ্ক করবেন এবং বেসিক দিকগুলো পড়বেন। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের ক্ষেত্রে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার মতো ব্যাখ্যা পড়া শেষ করে বেশি বেশি এমসিকিউ প্রশ্ন পড়বেন। তা ছাড়া ফিন্যান্সে সূত্রের প্রয়োগ, ব্যাংকিং, বিমা থেকে সম্প্রতি ক্রিটিক্যাল থিংকিং ধরনের প্রশ্ন বেশি থাকে। মার্কেটিংয়ের জন্য গতানুগতিক প্রস্তুতিই যথেষ্ট।
ব্যবস্থাপনা/ম্যানেজমেন্ট
এ বিষয়ে বিগত বছরে আসা প্রশ্নগুলো দেখে প্রস্তুতি নেবেন। পাঠ্য বইয়ের প্রতিটি লাইন গুরুত্ব সহকারে পড়বেন। Fundamental of Business বইটির প্রতিটি লাইন ভালোভাবে আয়ত্ত করবেন। শিল্পের প্রকারভেদ, ব্যবসার পরিবেশ, অংশীদারি ব্যবসায়, কোম্পানি, ব্যবস্থাপনার নীতি, পরিকল্পনা, সংগঠন, প্রেষণা এই অধ্যায়গুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh