বিশ্ববিদ্যালয় প্রশাসন দুপুর দেড়টার মধ্যে মন্ত্রণালয় ও সেনা কর্মকর্তাদের সঙ্গে না বসলে সচিবালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা।
আজ সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি এ কে এম রাকিব।
তিনি বলেন, আমরা একটি আল্টিমেটাম দিচ্ছি। আমরা দেড়টা পর্যন্ত অপেক্ষা করব। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মন্ত্রণালয়, ইউজিসি ও সেনা কর্মকর্তাদের সঙ্গে না বসে, তবে সচিবালয় ঘেরাও হবে। দেড়টার মধ্যে কোনো সমাধান না হলে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে যাত্রা শুরু হবে।
এসময় তিনি সকল শিক্ষার্থীকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
এর আগে, গতকাল রোববার তিন দফা আন্দোলনে অনশন শুরু করে শিক্ষার্থীরা। তাদের দাবি- ২য় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করতে হবে। শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীদের আবাসন ভাতা দিতে হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সচিবালয় জবি শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh