রাবিতে পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে কর্মবিরতি

প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিলের প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পাশে লিচুতলায় অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় মাসুদ রানা নামে এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে প্রাতিষ্ঠানিক সুবিধা নেই। তাহলে আমরা কি অপরাধ করলাম? আমরা কত বৈষম্যের শিকার হব? আমরা উপাচার্যকে বলতে চাই আমরা কর্মকর্তা-কর্মচারীরা যেন আর বৈষম্যের শিকার না হই। আমরা আপনার যোগ্যতা, সততার দিকে আমরা চেয়ে আছি। আমাদের এই আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনকে গতিশীল করার আন্দোলন। এই আন্দোলন আমাদের অধিকার ফেরতের আন্দোলন।

পরিবহন কর্মচারী আবুল কালাম আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে সবাই প্রাতিষ্ঠানিক সুবিধা ভোগ করছেন। তাহলে আমরা বঞ্চিত হব কেন? আমরা তো কোটা চাইনি, আমরা আমাদের অধিকার ফেরত চাই। আমরা এই বিশ্ববিদ্যালয়েরই পরিবারের অংশ। আমাদের আলাদা করবেন না। আমরা আমাদের অধিকার ফেরত চাই, আমরা এক হয়ে থাকতে চাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে এবং এতে কিছু শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছে- এ বিষয়ে আমি অবগত। প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলা হয়েছে। আশা করছি, দ্রুত এ সমস্যার নিরসন হবে।

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা রেখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই দিন রাতেই কোটা সম্পূর্ণ বাতিল চেয়ে আমরণ অনশন করেন শিক্ষার্থীরা। লাগাতার আন্দোলনের মুখে গত ২ জানুয়ারি পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করা হয়। এরপরই প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি করে পোষ্য কোটা পুনর্বহালের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh