ঢাকার সাভারের ঢাবি অধিভুক্ত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) সাংবাদিক সমিতির (নিসাস) আয়োজনে ১৪তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নিসাসের নতুন কমিটিও গঠন করা হয়েছে।
গতকাল সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার নয়ারহাট এলাকায় ক্যাম্পাস অডিটোরিয়ামে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এ ওরিয়েন্টেশন হয়। এতে সাংবাদিকতায় আগ্রহী শতাধিক নবীন শিক্ষার্থী যোগ দেন।
এতে নিটারের পরিচালক আশেকুল আলম রানা, রেদওয়ানুল ইসলাম, প্রসেনজিৎ সেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিসাস সভাপতি ফাহিম আলমের সভাপতিত্বে ও শামীমাতুস সাবাহ্ মুগ্ধর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন- সাংবাদিক নাজমুল হোসেন, আরিফুল ইসলাম সাব্বির, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সানজিদা জান্নাত, নিসাস সাধারণ সম্পাদক রুবায়েত রশীদ, দপ্তর সম্পাদক লাবিবা সালওয়া ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. আশেকুল আলম রানা বলেন, ক্যাম্পাসের প্রতিটি অংশীজনের বক্তব্য তুলে ধরতে ক্যাম্পাস সাংবাদিকতার ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তবে সাংবাদিকতায় অবশ্যই বস্তুনিষ্ঠতা ও সত্যতা যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে তথ্যবহুল খবর প্রচার করতে হবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা সাংবাদিকতায় আগ্রহের কথা জানিয়ে বক্তব্য দেন। ফারদিন আহমেদ সাজিদ নামে এক শিক্ষার্থী বলেন, ‘বাবার জোড়াজুড়িতে খবর দেখতাম, পড়তাম। নিজেরও সাংবাদিকতা নিয়ে আগ্রহ ছিল। ক্যাম্পাসে আসার পর নিসাস আমাদের আগ্রহীদের আহ্বান জানায়। আমি নিজে সাংবাদিকতার মধ্য দিয়ে ক্যাম্পাসকে তুলে ধরতে চাই।’
এছাড়াও মাহমুদ আল আবছার শায়ের নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘সাংবাদিকরা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করে। তথ্য রাখে ও প্রচার করে, সেটি আমাকে খুবই আলোড়িত করে। একইভাবে আমিও তথ্য প্রচার করতে সাংবাদিকতায় আগ্রহ প্রকাশ করি। সেজন্যই নিসাসের সঙ্গে যুক্ত হয়েছি।’
ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে নিসাসের চতুর্থ কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সদ্য সাবেক সভাপতি ফাহিম আলম। নতুন কমিটির সভাপতি হয়েছেন রুবায়েত রশীদ, সহসভাপতি নবনীতা ঘোষ স্বপ্নীল, সাধারণ সম্পাদক লাবিবা সালওয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিঠুন দাস মিঠু, দপ্তর সম্পাদক সিফার হায়দার শিবিব, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোবাশ্বির রফিক, সহ-দপ্তর সম্পাদক উম্মে জান্নাত জেসি, সহ-সাংগাঠনিক সম্পাদক সাব্রিন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরাফাত কাদির মাহিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীমাতুস সাবাহ্ মুগ্ধ, কোষাধ্যক্ষ নাফিস ইরাম।
এছাড়াও কার্যকরী সদস্য হয়েছেন- এমএম মোহতাসীম শাহরিয়ার, অপরাজিতা অর্পা, লতিফুর রহমান লিহাদ, আবিদা সুলতানা এশা এবং সাংগঠনিক সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন- সামিহা জান্নাত, অঙ্কিতা পোদ্দার, আফরোজা আলম তানি, তাসমিয়া নওশিন দীপিতা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সাভার নিটা নিসাস ওরিয়েন্টেশন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh