সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে এবং এটার মডেল কী হবে, তা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, নতুন বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন। এটা তিন দিনের মধ্যে সম্ভব নয়। এটার কাঠামো ব্যাপার রয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের মডেল কী হবে, সেটা নিয়ে কাজ হচ্ছে। কারণ এটি একটি জটিল প্রক্রিয়া।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমকে এ কথা বলেন উপদেষ্টা।
আট বছর আগে একটি সরকার বিবেচনাহীনভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে। যার ফলে জটিল সমস্যা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, এখানে বহুবছরের শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে। একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বহুদিন থাকবে। তাই আমরা তড়িঘড়ি করে অবিবেচনামূলক সিদ্ধান্ত নিলে হবে না। ভেবেচিন্তে সব কিছু করা হবে।
উপদেষ্টা বলেন, সেখানে শিক্ষক নিয়োগসহ আরো অনেক কিছু বিষয় রয়েছে। এ ছাড়া আইন ও অর্থের বিষয়ও রয়েছে। সনদেরও প্রয়োজন হয়। সেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া হয়। তারপর বিশ্ববিদ্যালয় হয়।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তিতে সাত কলেজের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে অধ্যাপক ওয়াহিদউদ্দিন বলেন, সনদ পাওয়ার আগে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো সম্পূর্ণ বেআইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের কর্তৃপক্ষ আগামী সেশন থেকে আলাদাভাবে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সামনের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ভর্তি করতে হবে। আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির বিষয়ে কলেজের শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh