পাঁচ মাসেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে হয়নি সিন্ডিকেট সভা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের নিয়োগের পাঁচ মাসেও হয়নি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সাধারণ সভা। আইন অনুযায়ী প্রতি তিন মাসে কমপক্ষে একটি সিন্ডিকেটের সাধারণ সভা করার কথা। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্যমতে, গত বছরের ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের ৮৪তম সিন্ডিকেটের সাধারণ সভা হয়। এর মাত্র দুই মাস পর মাত্র ৮ দিনের ব্যবধানে ১১ আগস্ট ও ১৯ আগস্ট দুটি (৮৫তম ও ৮৬তম) বিশেষ (জরুরি) সিন্ডিকেট সভা করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। সে হিসেবে ৮ মাস পেরিয়ে গেলেও সিন্ডিকেটের সাধারণ সভা হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর ববিতে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শুচিতা শরমিন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাকিব আহমেদ বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলের অনেক আইন বাতিল ও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সংস্কারের কথা কেবল মৌখিকভাবেই বলেছেন উপাচার্য। সিন্ডিকেট ডেকে তা আইনের মাধ্যমে এখনো বাস্তবায়ন করা হয়নি। আমরা বলেছিলাম, সিন্ডিকেট সভা থেকে ফ্যাসিস্ট সরকারের দোসরদের সরাতে, কিন্তু বর্তমানে উপাচার্য আমাদের কোনো কথাই শুনছেন না। এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে ববি উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি বলেন, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তিন মাসে সিন্ডিকেটের সাধারণ সভা হওয়ার কথা থাকলেও তা হয়নি। আমি মনে করি, দ্রুতই সিন্ডিকেটের সাধারণ সভা হওয়া প্রয়োজন। আমরা এর দায় এড়াতে পারি না। 

এ বিষয়ে ববি উপাচার্য ড. শুচিতা শরমিন বলেন, আমরা নতুন সিন্ডিকেট মেম্বার পেয়েছি গত সপ্তাহে। সামনে দ্রুতই সিন্ডিকেটের সভা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh