ফিনল্যান্ডে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা

ফিনল্যান্ড পৃথিবীর অন্যতম সুখী দেশ হিসেবে পরিচিত। ইউরোপের এ দেশটি উন্নত শিক্ষাব্যবস্থার জন্য বিখ্যাত। তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডে দুই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। একটিকে বলা হয় বিশ্ববিদ্যালয় আর অন্যটি ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স, যা ইউএএস। অটাম ও স্প্রিং- এই দুই সেমিস্টার পদ্ধতিতে চলে সেখানকার শিক্ষা কার্যক্রম। স্প্রিং সেমিস্টার জানুয়ারি থেকে জুলাই এবং অটাম সেমিস্টার আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চলে। ফিনল্যান্ড সরকার বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তিও দিয়ে থাকে। পড়াশোনা শেষে কাজের সুযোগ এবং দীর্ঘ মেয়াদে স্থায়ীভাবে বসবাসের জন্য ফিনল্যান্ড একটি আদর্শ দেশ। তাই বাংলাদেশি শিক্ষার্থীরা ফিনল্যান্ডে উচ্চশিক্ষা নিতে আগ্রহী হয়ে থাকে। 

ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব হেলসিঙ্কি হলো বিশ্বব্যাপী সর্বোচ্চ র‍্যাঙ্ক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। দেশটির শীর্ষস্থানীয় এবং ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ চল্লিশের এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান। হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় বিশ্ব মানের শিক্ষাদান, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। বিজ্ঞান পড়াশোনার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম অনেক।

বৃত্তির সুযোগ

বিশ্ববিদ্যালয়টিতে তিন ধরনের স্কলারশিপ রয়েছে। ৫০ শতাংশ টিউশন ফি মওকুফ, ১০০ শতাংশ টিউশন ফি মওকুফ এবং ফিনল্যান্ড স্কলারশিপ, যাতে ১০০ শতাংশ টিউশন ফি মওকুফসহ জীবনযাত্রার খরচ বহনের জন্য পাঁচ হাজার ইউরো দেওয়া হয়। এতে করে কোনো নতুন শিক্ষার্থী যদি এই বৃত্তি পান ফিনল্যান্ডে, তাহলে তার উচ্চশিক্ষার যাত্রা অনেকাংশেই সহজ হয়ে যাবে।

সুযোগ-সুবিধা 

ফিনল্যান্ডে বৃত্তি পেলে টিউশন ফির ওপর বিভিন্ন পরিমাণে ছাড় থাকে। আর শতভাগ বৃত্তি পেলে তো কোনো টাকা বিশ্ববিদ্যালয়কে পরিশোধ করতে হয় না। পাশাপাশি বৃত্তির ধরন অনুযায়ী অনুদানও দেওয়া হয়ে থাকে। বৃত্তির জন্য বিনা মূল্যে আবেদন করা যায়। আবেদন পড়াশোনা শেষ করার পর দুই বছরের ওয়ার্ক পারমিট পাওয়া যায়, যা সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য বেশ বড় সুবিধা। দেশটিতে শিক্ষার্থীদের জন্য পরিবহন খরচে ছাড় রয়েছে। এ ছাড়া বিভিন্ন রেস্তোরাঁয়ও শিক্ষার্থীদের জন্য ছাড় থাকে। ফিনল্যান্ডে চার বছর বসবাসের পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করা যায়। এ ছাড়া শেনজেন ভিসা সুবিধা তো আছেই।

আবেদনের জন্য যা লাগবে 

১. ডিগ্রির সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট (ইংরেজিতে না হলে অনুবাদ করতে হবে)। বৃত্তির জন্য আবেদনকারী প্রার্থীদের বিশ্ববিদ্যালয় তাদের ই-মেইল করতে হবে।
২. ও লেভেল, এ লেভেল কিংবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট।
৩. আইইএলটিএসে সামগ্রিক স্কোর ৬.৫ হতে হবে।
৪. একাডেমিক সিভি।
৫. প্রেরণামূলক চিঠি।
৬. রেকমেন্ডেশন লেটার ১-২টি। 

অনলাইনে আবেদন করতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে পছন্দসই প্রোগ্রাম নির্বাচন করতে হবে। তারপর পোর্টালে ফরম পূরণ করতে হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh