ঋতুকামানের পাশে

কামানে বারুদ ভরা শেষ হলো তবে!
এইবার ভরবে কি ভবিষ্য কামান?

আজ ভাবি,
বসন্ত কী করে এল এতসব বারুদ উজিয়ে
কারখানার পাশে, ওই সমাধির পাশে!

জমেছে কি ফুলে মধু
নাকি ফুলে জমেছে বারুদ?

ভাবি, ঋতুমেশিনের ঘর্ঘর ছাপিয়ে
তোমার গম্ভীর কামান কবে
হয়ে উঠবে সর্বজনীন!

কখন সে কথা বলবে নিজস্ব ভাষায়
কখন সে গর্জে উঠবে
অবধস্ত নগরীর দুর্গ-মিনারে?

বলো বলো, বারুদের মতো কবে
সমাধির মতো চুপ কামানের পাশে
শীতের কার্পাসফল ফেটে পড়বে বসন্তবাগানে?

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //