
প্রতীকী ছবি
দস্যুতা
কাঠ খড় পেরোলেই বন, বন মানে দস্যুতা।
আর মানুষ মানেই তবে কি ছুটে চলা হাপুরের নৃত্য।
এমন করে কি আর বলা যাবে, বোবা এসব মিষ্টি ফল
তোমার ধারণা মতো একদিন পাখি হলো, আমাদের
রহস্যদুয়ারে তার নাম কবিতা।
রণে বনে সমুদ্রে অন্তরিক্ষে একচিলতে আমি।
টিকে থাকার জন্য একাকিত্ব রচনা করেছি তার নাম
দেই কবিতা। সেটা প্রণয় আর কুহকের মতো বিষ বিভ্রম
মায়া। বন থেকে বন্যতার উৎসের মতো আরও কোটি
কোটি ব্যর্থ কবির দীর্ঘশ্বাসের ফলে একটি সফল কবি
লিখছে কত মানুষের ক্লেদ কালো কালিতে।
পোষ মানা পাখিকে দস্যুতা শেখানো যায় না। দস্যুতা
ছাড়া বনের পশুত্বে টিকে থাকা যায় না। যেমন কামনা
ছাড়া একটা মানুষ হয় না।একটা কলিংবেল বাজছে
আমরা ছুটে চলে যাচ্ছি
কোথায়-
শান্তির দিকে একটা নিশ্চিত স্বত্বির দিকে।