Logo
×

Follow Us

ঈদ সংখ্যা

গণিতিয়া

Icon

শামসেত তাবরেজী

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১৮:৫৯

গণিতিয়া

গ্রাফিক্স: সাম্প্রতিক দেশকাল

আনত কলের মুখ
ঝরে পানি নিঃসংশয়ে
তা হতে ছোট ছোট নদী সমান্তরাল বহে শরীর নাচায়ে

এইবার তাহলে বুঝুক

সবই এক গাণিতিক গাথা
সংখ্যা আর বিন্দুর চলন প্রতিভা
এমন মুহূর্তও আছে বলাই যাবে না
কোনটা বা গোড়া আর কোনটা বা মাথা
এরই মাঝে টু-পাইস কামাই করেন নৈরাকার বিধাতা
দ্বিধা হয়ে রাত্রি ও দিবা!

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫