মানুষ বোঝে না চাটগাঁ বা ঢাকা
মানুষ বোঝে না চাচা মামা কাকা
মানুষেরা বোঝে কার কাছে আছে
কাঁড়ি কাঁড়ি সব টাকাজ্জ
টাকা ছাড়া নাকি সব কিছু বাকি
পুরোটা জীবন ফাঁকা।
টাকা থাকলেই চাকা ঘোরা হয়
শিরোনামে থাকে পেপারে
টাকা থাকলেই দাপট প্রকট
সকল রকম ব্যাপারে।
নেতা হতে চান? টাকা লাগবেই
পেছনে থাকবে বাহিনী
সাঁইসাঁই করে উড়ে চলবেন
থাকুক না বলা কাহিনি।
হামলা চলুক মামলা চলুক
আমলারা পাশে থাকবেনজ্জ
গড়ে তুলবেন পুরো নেটওয়ার্ক
টাকার পৃথিবী আঁকবেন।
তাই বলি এটা টাকার বিশ্ব
টাকা ছাড়া তুমি পুরোটা নিঃস্ব
যতটাই থাক বিদ্যা বুদ্ধিজ্জ
তোমার আসলে দাম নেই-
যা-ই করো তুমি সবটাই বৃথা
কর্মের কোনো নাম নেই।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh