Logo
×

Follow Us

ঈদ সংখ্যা

ছবি

Icon

সালাহউদ্দিন ফিরদাউস

প্রকাশ: ১৭ মে ২০২৩, ১৫:১২

ছবি

কবিতা। প্রতীকী ছবি

ছবিতে ধরা থাকে মিথ্যে সময়
অথচ অতীত তো মিথ্যে নয়
আজকাল মনোরম-

কাপুড়ে ফুলের গাদায় বসে আছে ডেকোরেটর
বরইতলে বিভোর কটা চড়ুই
হাঁটতে গিয়ে থমকে গেছে মানুষ।
বই ফেলে চুপ করে শোনো আসরের আযান।

গালে রঙ মাখো স্বজন
ডলে নেওয়া মুখের কথা মনে করো
স্মিত হেসে অনাদি রোদের পানে তাকাও।

শরীরে হরফ কাটো
গুলিচিহ্ন পাশে-
পাখিধরা বুলেটের দাগ।
স্বপ্নে কাটে সাপে
তাড়া তুমি করো কারে
ঘরময়? ঘোরময়?

ছবিতে ধরা থাকে মিথ্যে সময়।
স্বপ্ন কি সত্যি হয়?
জিলাপির সিরা ঠোঁট গলে
ঝরে পড়ে শায়িত নারীর দেহে?

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫