উপজেলা পরিষদ নির্বাচন
প্রতি কেন্দ্রের নিরাপত্তায় থাকবেন ১৮ সদস্যের ফোর্স: স্বরাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১৭:৪৭

স্বরাষ্ট্র সচিব মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
উপজেলা পরিষদ নির্বাচনে প্রতি কেন্দ্রে ১৮ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচনঅবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য এবার সর্বোচ্চ সংখ্যক অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে বলে।
আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে উপজেলা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এ কথা জানিয়েছেন তিনি।
মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনকে সহিংসতামুক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সচিব আরও বলেন, এবার প্রতি ভোট কেন্দ্রে অস্ত্রসহ তিনজন পুলিশ, অস্ত্রসহ তিনজন আনসার থাকবেন। আর গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ থাকবে চারজন, অস্ত্রসহ আনসার থাকবেন তিনজন।
এসময় স্বরাষ্ট্র সচিব বলেন, নির্বাচনকে সহিংসতামুক্ত করতেই এবার বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। প্রতি উপজেলায় থাকবে একজন করে। আগে পাঁচ ইউনিয়ন মিলে একজন করে জেলা ম্যাজিস্ট্রেট কাজ করেছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী সহিংসতার কোনো খবর নেই জানিয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, এবার ভোটার টার্ন আউট বেশি এবং প্রার্থী বেশি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী বেশি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সমন্বয় সেল হবে সব বাহিনীকে নিয়ে, যারা সারা দেশের সঙ্গে সমন্বয় করবে নির্বাচনকে ঘিরে।