Logo
×

Follow Us

নির্বাচন

নতুন ভোটার নিবন্ধনে আঙুলের ছাপ যাচাইয়ের দরকার নেই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১৬:৩২

নতুন ভোটার নিবন্ধনে আঙুলের ছাপ যাচাইয়ের দরকার নেই

নতুন ভোটার হতে দিতে হবে আঙুলের ছাপ। ছবি: সংগৃহীত

নতুন ভোটার নিবন্ধনের সময় উপজেলা বা থানা নির্বাচন অফিসগুলোতে আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন নেই। মাঠ কর্মকর্তাদের এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)। বিষয়টি নিশ্চিত করেছেন এনআইডির সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম। তিনি এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন। 

চিঠিতে জানানো হয়, সম্প্রতি খুলনা অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তিকরণ ও নতুন ভোটার নিবন্ধন সংক্রান্ত সেবা নিশ্চিতকরণ সভা হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে, চট্টগ্রাম অঞ্চলের বিশেষ এলাকা বাদে অন্য সব উপজেলা বা থানা নির্বাচন অফিসগুলোতে নতুন ভোটার নিবন্ধনের সময় আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন হবে না।

এতে বলা হয়েছে, সব উপজেলা নির্বাচন অফিসসমূহকে আঙুলের ছাপ যাচাই ছাড়াই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫