
ছবি: সংগৃহীত
চতুর্থ ধাপের ৩৪টি জেলার ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার (১৪) ফেব্রুয়ারি সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।
ভোটে মেয়র পদে লড়ছেন ২১৭ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে লড়ছেন দুই হাজার ৭০ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে লড়ছেন ৬১৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। চতুর্থ ধাপে সাধারণ ওয়ার্ড ৫০১টি, সংরক্ষিত ওয়ার্ড ১৬৭টি ও ভোটকেন্দ্র ৭৯৩টি। মোট ভোটার ১৬ লাখ ৬৭ হাজার ২২৪ জন।
ভোট উপলক্ষে গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খন্দকার বলেন, চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন পুরোপুরি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আপনাদেরকে আমি যেটি বলতে পারি, আমরা একেবারে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পুলিশ সুপার (এসপি), জেলা প্রশাসক (ডিসি), রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা– সবাইকে আমরা একই মেসেজ দিয়েছি যে, আমাদের নির্বাচনে কোনো ধরনের যেন কিছু না ঘটে। কারণ নির্বাচন কমিশনের টার্গেটই হলো নির্বাচন ফ্রি (অবাধ), ফেয়ার (সুষ্ঠু) ও ক্রেডিবল (বিশ্বাসযোগ্য) হবে। ক্রেডিবল করতে যা যা করণীয় করতে হবে।
তিনি বলেন, আমরা আশা করি, রবিবার যে ভোট অনুষ্ঠিত হবে, তা ফ্রি ফেয়ার ও একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
ইসি সচিব বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে তিন থেকে চার জন অস্ত্রধারী পুলিশ থাকবেন। অঙ্গীভূত আনসার পিসি ও এপিসি দুজন থাকবেন, তারা অস্ত্রধারী হবেন। লাঠিধারী থাকবেন ছয় থেকে সাতজন। অর্থাৎ প্রতি কেন্দ্রে ১১ থেকে ১৩ জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবেন। এর বাইরে ১৬৭টি সংরক্ষিত ওয়ার্ডগুলোয় একটি করে র্যাব ও পুলিশের টিম থাকবে। ভোটের দিন প্রতিটি সাধারণ কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। প্রতিটি সংরক্ষিত আসনে বিজিবি থাকবে। রিটার্নিং কর্মকর্তাদের চাহিদার ভিত্তিতে কোথাও কোথাও আমরা বিজিবি ও র্যাবের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছি।
চতুর্থ ধাপে নির্বাচনের জন্য ৫৬টি পৌরসভার তফসিল ঘোষণা করেছিল ইসি। পরে সোনাইমুড়ি ও ত্রিশাল পৌরসভা এ ধাপে যুক্ত হয়। অন্যদিকে হাইকোর্টের আদেশে নাটোর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়। ফেনীর পরশুরাম পৌরসভায় সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় এখানে ভোটের প্রয়োজন হবে না।
জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচন কার্যক্রম বন্ধের পর ফের তা চালু হয়। এছাড়া সহিংস ঘটনায় মাদারীপুরের কালকিনি পৌরসভার ভোটস্থগিত করে ইসি। এজন্য সব মিলিয়ে ৫৫টিতে ভোট হচ্ছে আজ।
যেসব পৌরসভায় ভোট হচ্ছে সেগুলো হলো- ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁও (ইভিএম) ও রানীশংকোল (ব্যালট), লালমনিরহাটের লালমনিরহাট (ইভিএম) ও পাটগ্রাম (ব্যালট), জয়পুরহাটের আক্কেলপুর (ইভিএম) ও কালাই (ব্যালট), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ (ইভিএম), রাজশাহীর নওহাটা (ব্যালট), গোদাগাড়ী (ইভিএম), তানোর (ব্যালট) ও তাহেরপুর (ইভিএম), নাটোরের বড়াইগ্রাম (ব্যালট), চুয়াডাঙ্গার জীবননগর (ব্যালট) ও আলমডাঙ্গা (ইভিএম), যশোরের চৌগাছা (ইভিএম) ও বাঘারপাড়া (ব্যালট), বাগেরহাটের বাগেরহাট (ইভিএম), সাতক্ষীরার সদর (ইভিএম), পটুয়াখালীর কলাপাড়া (ইভিএম), বরিশালের মুলাদী (ইভিএম) ও বানারীপাড়া (ব্যালট), টাঙ্গাইলের গোপালপুর (ইভিএম) ও কালিহাতী (ব্যালট), জামালপুরের মেলান্দহ (ব্যালট), শেরপুরের সদর (ইভিএম) ও শ্রীবরদী (ব্যালট), ময়মনসিংহের ফুলপুর (ইভিএম) ও ত্রিশাল (ব্যালট), নেত্রকোনার সদর (ইভিএম), কিশোরগঞ্জের বাজিতপুর (ইভিএম), হোসেনপুর (ব্যালট) ও করিমগঞ্জ (ব্যালট); মুন্সীগঞ্জের মিরকাদিম (ইভিএম), নরসিংদীর সদর (বালট) ও মাধবদী (ইভিএম), রাজবাড়ীর গোয়ালন্দ (ব্যালট) ও সদর (ইভিএম); ফরিদপুরের নগরকান্দা (ব্যালট), শরীয়তপুরের ডামুড্যা (ব্যালট), সিলেটের কানাইঘাট (ব্যালট), হবিগঞ্জের চুনারুঘাট (ইভিএম); ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া (ইভিএম)., কুমিল্লার হোমনা (ইভিএম) ও দাউদকান্দি (ইভিএম), চাঁদপুরের কচুয়া (ইভিএম) ও ফরিদগঞ্জ (বালট), নোয়াখালীর চাটখিল (ইভিএম); লক্ষ্মীপুরের রামগতি (ইভিএম), চট্টগ্রামের সাতকানিয়া (ব্যালট), পটিয়া (ইভিএম) ও চন্দনাইশ (ব্যালট), খাগড়াছড়ির মাটিরাঙ্গা (ব্যালট); রাঙ্গামাটি সদর (ইভিএম), বান্দরবন সদর (ইভিএম) এবং নোয়াখালীর সোনাইমুড়ী (ব্যালট)।
প্রথম ধাপের তফসিলে ২৪ পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ভোট হয়। তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় ভোট হয় ৩০ জানুয়ারি। পঞ্চম ধাপের ভোট হবে ২৮ ফেব্রুয়ারি।