Logo
×

Follow Us

নির্বাচন

‘সরকারের কাছে ভোটের সময় সহযোগিতা চাইবে ইসি’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ১২:১৭

‘সরকারের কাছে ভোটের সময় সহযোগিতা চাইবে ইসি’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

ভোটের সময় সরকারের কাছে নির্বাচন কমিশন (ইসি) সহযোগিতা চাইবে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ মুসলিম লীগের সাথে বৈঠককালে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, সরকার সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সবার মধ্যে ঐক্য থাকলে যেকোনো কঠিন কাজ করতে পারবে কমিশন। 

এসময় ভোটের জন্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে বিবদমান সমস্যার সমাধান করার পরামর্শ দেন সিইসি।

সংলাপে মুসলিম লীগ নেতারা আগামী নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙ্গে দেওয়া, ইভিএমে ভোট না নেয়া এবং জেলা জজদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি জানান।

আজ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাথেও সংলাপে বসবে কমিশন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫