ঢাকা উত্তরের অধিকাংশ কেন্দ্রে ইভিএমে আঙুলের ছাপ মিলছে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৫

ঢাকা উত্তর সিটির অধিকাংশ কেন্দ্রে ভোটারের আঙুলের ছাপ মিলছে না বলে ভোটাররা ইভিএমে ভোট দিতে পারছেন না।
এমন অভিযোগ জমা পড়ছে নির্বাচন কমিশনে (ইসি)। কমিশনের কাছে প্রিজাইডিং অফিসারের সহায়তায় যাতে ভোট দেয়া যায় সে অনুমতি চাওয়া হয়েছে।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সহকারী রিটার্নিং কর্মকর্তা তারেকুজ্জামান এই তথ্য জানান।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ এক শতাংশ ভোটারের আঙুলের ছাপ না মিললে প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় এক শতাংশ ভোট দেয়ার সুযোগ রয়েছে। কিন্তু বেশিরভাগ কেন্দ্রে এক শতাংশের বেশি ভোটারের আঙুলের ছাপ না মেলায় তারা ভোট দিতে পারছেন না। এই অবস্থায় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এক শতাংশের বেশি ভোট দেয়ার সুযোগ চেয়ে কমিশনের শরণাপন্ন হয়েছেন।
তিনি বলেন, বেশ কিছু আবেদন জমা পড়েছে এবং কমিশন তা বাড়ানোর বিবেচনা করছে। কেন্দ্রে ভোটারদের চাপ বেড়ে গেলে আর আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে না পারলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আর সে কারণেই তারা ওই কোটা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছেন।