বকশীবাজারে ৮টি ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৪

ছবি: সংগৃহীত
পুরান ঢাকার বকশীবাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় আটটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। প্রায় ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের বকশীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
শুরুতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের দিকে বিএনপির সমর্থকরা ঢিল ছোড়েন। তারপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু’পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি শুরু হয়। দুজনকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যেতে দেখা যায়। এ সময় আটটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কেন্দ্রে তখন ভোটারদের বড় একটি লাইন ছিল। ভোটাররা দিগ্বিদিক ছুটে যান।
প্রত্যক্ষদর্শী আতাউর রহমান বলেন, বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকেরা প্রথমে ককটেল ফাটায়। একটার পর একটা। পুরো এলাকা থমথমে করে ফেলছে।
বিএনপির কাউন্সিলর প্রার্থী শাহেদা মোরশেদ বলেন, আমার ছেলেরা কিছু করেনি। আমরা আতঙ্কে ছিলাম। ওরা আমাদের আগে ইট মেরেছে। ককটেলের আওয়াজ পেয়েছি আমরা। এভাবে চললে কীভাবে আমরা ভোট দেব।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, এখানে ঝামেলা হয়েছিল। ভোট গ্রহণ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।