Logo
×

Follow Us

নির্বাচন

দ্বিতীয়ধাপে ইউপি ভোট

মনোনয়ন বাছাই-আপিলের তারিখ পরিবর্তন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১৯:৪০

মনোনয়ন বাছাই-আপিলের তারিখ পরিবর্তন

ইউপি ভোট

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোয়নপত্র বাছাই ও আপিল দায়েরের তারিখ পরিবর্তন করে পুনঃতারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনা মঙ্গলবার সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়। 

নির্দেশনায় জানানো হয়, ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির সাধারণ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ অক্টোবরের পরিবর্তে ২১ অক্টোবর, আপিল দায়েরের শেষ তারিখ ২৩ অক্টোরের পরিবর্তে ২৪ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে দায়েরকৃত আপিল ২৫ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করতে হবে। 

এর আগে গত ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের ৮৪৮ ইউপি ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ অক্টোবর।  

এই ধাপে ২৬ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫