Logo
×

Follow Us

বাংলাদেশ

রসিক নির্বাচন: বিজিবির গাড়িতে আগুন

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ২২:৫৫

রসিক নির্বাচন: বিজিবির গাড়িতে আগুন

পুড়ে যাওয়া বিজির গাড়ি। ছবি: সংগৃহীত

রংপুর সদরের ৪ নং ওয়ার্ডে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে বিজির গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুকরুল নামক স্থানে এ ঘটনা ঘটে।

ওই গাড়ির চালক ওয়াহিদুর রহমান জানান, সন্ধ্যার দিকে নির্বাচনী দায়িত্ব পালন শেষে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি, একটি পুলিশের ও তার ভাড়া গাড়িতে করে ১১জন বিজিবি সদস্য শহরে কন্ট্রোল রুমে ফিরছিল। এসময় ৪নং ওয়ার্ডের কুকরুল নামক স্থানে সেই বহর লক্ষকরে ইট নিক্ষেপ শুরু হয়। ম্যাজিস্ট্রেট ও পুলিশের গাড়ি নিরাপদে সরে গেলেও বিজিবির গাড়িটি জ্যামে আটকা পড়ে। এসময় গাড়িতে ভাঙচুর চালানো হয়। ভয়ে গাড়ি রেখে পালিয়ে গেলে আগুন দেয়া হয় ওই গাড়িতে। এতে গাড়িটি পুড়ে গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসন বলেন, একজন কাউন্সিলর প্রার্থীর লোকজন ওই হামলার সাথে জড়িত। তবে তদন্তের স্বার্থে তার নাম বলেনি প্রশাসন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫