গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৯:২২ এএম
আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩, ০৯:২৫ এএম
ব্যাপক অনিয়মের অভিযোগে মাঝপথে বন্ধ করে দেওয়া গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে পুনঃভোট গ্রহণ চলছে।
আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলবে। এজন্য প্রতিটি কেন্দ্র ও কক্ষে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। যার মাধ্যমে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে ঢাকার নির্বাচন ভবন থেকে।
এই আসনের দুই উপজেলার ১৭টি ইউনিয়নের ১৪৫টি ভোট কেন্দ্রে নারী-পুরুষসহ ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পুনরায় ভোটগ্রহণে খুশি এ আসনের ভোটাররা। চাইছেন সুষ্ঠু সুন্দর পরিবেশ।
এর আগে, গত ১২ অক্টোবর এই আসনে ভোট গ্রহণের মাঝপথে ব্যাপক অনিয়ম ধরা পড়ায় ভোট বন্ধ করে দিয়েছিল ইসি। অনিয়মের ঘটনায় ১৩৪ জন নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে কমিশন।
এদিকে নির্বাচনে অনিয়মের পুনরাবৃত্তি হলে ছাড় দেয়া হবে না বলে সতর্ক করে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, অনিয়মের গ্র্যাভিটি দেখে সেই মুহূর্তে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে। এটুকু বলতে পারি, কোনো অনিয়মকে প্রশ্রয় একেবারেই দেব না আমরা।
এর আগে, মঙ্গলবার বেলা ১১টায় আইনশৃঙ্খলা বাহিনীর সম্মেলন শেষে ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিস ও সাঘাটা উপজেলা নির্বাচনে অফিস থেকে নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়।
গাইবান্ধার নির্বাচনে অনিয়ম ঠেকাতে ১৪৫টি ভোটকেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরা। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের ৯টি টিম, ৪ প্লাটুন বিজিবি, ৫টি স্ট্রাইকিং ফোর্স, ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ও আনসারের সমন্বয়ে ৬টি মোবাইল টিম মাঠে কাজ করবে। এ ছাড়াও নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেয়া হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ফুলছড়ি-সাঘাটা উপনির্বাচন পুনঃভোট গ্রহণ অনিয়ম
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh